হাওড়া : হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের সামনে চাড়াবাগানে CESC র ট্রান্সফরমার বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা। পর পর বিস্ফোরণের শব্দে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিকা ট্রান্সফর্মারের পশে থাকা দোকান গ্রাস করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে CESC র কর্মীরা। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন কোরে দেওয়া হয়। খবরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় পৌঁছায় চেটার্জী হাট থানার পুলিশ।ঘটনার জেরে এলাকা বিদ্যুৎহীন হওয়া পরে।
CESC র ট্রান্সফরমার বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা
বুধবার,০৩/১০/২০১৮
478
বাংলা এক্সপ্রেস---