প্রয়াত হলেন প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসু


বুধবার,০৩/১০/২০১৮
635

সুমন করাতি---

প্রয়াত হলেন প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসু। মৃত্যুকালে ওঁনার বয়স হয়েছিলো ৭২ বছর। বেশকিছুদিন ধরে তিনি হিপ জয়েন্টের সমস্যায় ভুগছিলেন। আজ সকাল ১০টা নাগাদ কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৪৬ সালের ৭ই নভেম্বর জন্মগ্রহন করা অনিলবাবু ১৯৮৪ সাল থেকে টানা ৭বার আরামবাগ লোকসভা থেকে সিপিএমের বিজয়ী সাংসদ ছিলেন। ২০০৩ সালে প্রায় ৬লক্ষ ভোটে জিতে তিনি দেশের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছিলেন। ২০১১-১২ সালে দল থেকে বিতাড়িত হন তিনি।

একদা দলের দোর্দন্ডপ্রতাপ এই নেতা দল থেকে বিতাড়িত হলেও মনেপ্রানে বামপন্থাকেই সমর্থন করে গেছেন। বহিষ্কার হওয়ার পরও চুঁচুড়ায় দলীয় সভায় পিছনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য্যের ভাষন শুনতে দেখা গিয়েছিলো তাঁকে। মৃত্যুর পর দল তাঁকে সন্মান জানাতে কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার। কারন সম্প্রতি প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের অন্তিম সময়ে সিপিএমের মুখ পুড়েছিলো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট