রুপালি পর্দায় এক অবিস্মরনীয় নাম করিনা কাপুর, সিনেমা জগতের সাথে তাঁর পরিচয় অনেকদিনের, এমন সেলিব্রিটি হিরোয়িন কে নিয়ে জল্পনা তুঙ্গে। সিনেমা জগতের সাথে যুক্ত কলাকুশলি থেকে শুরু করে সেলিব্রিটি দের বারবার অকপট প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বারবার। এমন প্রস্নের মুখোমুখি হতে হয়েছিল এই তারকা সেলিব্রিটির। রুপালি পর্দায় পা দেওয়ার শুরুতেই মাতিয়ে দিয়েছিলেন দর্শক দের । তাঁর জাদুতে মুগ্ধ ছিল সকলেই। সুত্রের খবর সাইফ আলি খানের আগে তাঁর প্রেমিক হতে পারতেন এক জনপ্রিয় রাজনীতিক। যিনি তাঁর সব ছবি প্রথম দিনেই দেখতেন। হয়ত তিনি ছিলেন তাঁর স্বপ্নের পুরুষ । বলিউডে নান অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার ভিবিন্ন বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। রুপালি পর্দায় এমন নায়িকাকে নিয়ে আবার জোর জল্পনা শুরু হয়েছে।
করিনার স্বপ্নের পুরুষ কে ছিলেন? জানতে হলে প্রতিবেদন টি পড়ুন
মঙ্গলবার,০২/১০/২০১৮
1098
বাংলা এক্সপ্রেস ---