জাতির জনকের ১৫০তম জন্মশতবার্ষিকীতে ব্যারাকপুর স্টেশন থেকে গান্ধীঘাট অবধি বিশাল মিছিল করলো উঃ ২৪ পরগনা জেলা ছাএ পরিষদ ৷ জেলার সাঃ সম্পাদক অঙ্কুর আচার্য্য বলেন মূলত ব্যারাকপুর লোকসভা ছাএ পরিষদের ইনচার্জ বিমল সাউয়ের উদ্যোগেই এই কর্মসূচী ৷ মিছিলে উপস্থিত ছিলেন এ.আই.সি.সি সদস্যা ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জী , জেলা ছাএ পরিষদের সভাপতি পরীক্ষিত নাগ, পৌরপিতা মহঃ কওসর সহ অন্যান্য নেতৃত্ব ৷
গান্ধিজীর জন্মদিনে বারাকপুরে মিছিল করলো ছাএ পরিষদ
মঙ্গলবার,০২/১০/২০১৮
591
বাংলা এক্সপ্রেস---