সশ্রদ্ধচিত্তে জাতি আজ পালন করছে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীর জন্ময়ন্তী


মঙ্গলবার,০২/১০/২০১৮
1001

সাদ্দাম হোসেন মিদ্দে---

সারা দেশে আজ সশ্রদ্ধচিত্তে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ১৪৯ তম জন্মজয়ন্তি।নতুন দিল্লির রাজঘাটে মুল অনুষ্টানটি হবে।সেখানে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এরাজ্যের মুল অনুষ্ঠানটি হবে উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরের গান্ধীঘাটে।সেখানে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠি।বেলেঘাটার গান্ধী ভবনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করবেন জাতির জনকের প্রতি।

অহিংসার পূজারি জাতির জনক গান্ধীজির সঙ্গে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন।সারা দেশের পাশাপাশি এরাজ্যেও শাস্ত্রীজির জন্মদিনটিও যথচিত মর্যাদায় পালিত হচ্ছে। ‘জয় জওয়ান,জয় কিষান’ এর বিখ্যাত উক্তিটি তারই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট