বিশ্বের দরবারে ‘একবিংশ’ পত্রিকা


মঙ্গলবার,০২/১০/২০১৮
4585

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– শুধুমাত্র লেখার জন্য লেখা নয় ! যে লেখায় ফুটে ওঠে সাম্প্রতিক সমস্যা থেকে বিশ্বভাবনা। দেশ কালের গণ্ডি ছাড়িয়ে যা উত্তরণের পথ দেখায় সমাজকে। এমনই এক ব্যতিক্রমী পত্রিকা ‘একবিংশ’। সাহিত্য গবেষণার কাজে যুক্ত মানুষজনের লেখাই এখানে প্রাধান্য পায়। যে লেখা শুধু সাহিত্য রচনার কাজে লাগবে তা নয়, তা থেকে মুক্তির পথ বাতলে দেয় আধুনিক পত্রিকা ‘একবিংশ’। ২০১৪ সালে এর পথ চলা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ও পরিমার্জন করেছেন সম্পাদক সুজিতকুমার পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিতবাবু বলেন,’শুধু নামে নয়, সত্যিকারের একবিংশ সমাজের প্রতিনিধি হয়ে উঠুক এই পত্রিকা তাই আমি চাই।’

এই পত্রিকা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলা নিয়ে সাহিত্য চর্চাকারীদের কাছেও যা ইতিমধ্যে গ্রহণীয় হয়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন অধ্যাপক-অধ্যাপিকা এই পত্রিকার সঙ্গে যুক্ত। সুজিতবাবু জানান,’আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখে আমরা এর ওয়েবসাইটটি চালু করেছি। শুধু দেশের গণ্ডিতে আবদ্ধ না থেকে, বিশ্বের বাংলা সাহিত্য পিপাসু মানুষের কাছে পৌঁছে যাক একবিংশ এটাই আমরা চাই।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট