অজানা জ্বরে এক জুটমিল শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা


রবিবার,৩০/০৯/২০১৮
397

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: হাওড়া বালিটিকুরির ইএসআই হাসপাতালে অজানা জ্বরে এক জুটমিল শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, হাসপাতালে কার্যত বিনা চিকিৎসায় মারা যান নরেন্দ্র সাউ(২৬) নামের ওই শ্রমিক। নরেন্দ্রবাবু দাশনগরের ভারত জুটমিলের কর্মী ছিলেন। জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয় ইএসআই’তে। শনিবার বিকেলে তাঁর অবস্থার অবনতি হয়। সহকর্মীদের খবর দেওয়া হয়। বিকেল ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দফায় দফায় বিক্ষোভ হয়।

ভারত জুটমিলে নরেন্দ্রবাবুর সহকর্মীরা দাবি তোলেন অবিলম্বে হাসপাতাল সুপারের বিরুদ্ধে ডোমজুড় থানাকে এফআইআর নিতে হবে। পুলিশের গাড়ি লক্ষ্য করেও ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এখনও উত্তেজনা রয়েছে। মৃত নরেন্দ্র সাউয়ের বাড়ি ওড়িশায়। এখানে কর্মসূত্রে ভাড়া থাকতেন। তাঁর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।

https://youtu.be/B0Wry0H3pOI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট