পশ্চিম মেদিনীপুর:- দক্ষিণ ২৪ পরগণার সংগ্রামপুর বিষমদ কান্ডে গতকালই ৪ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আলিপুর আদালত। কিন্তু তারপরেও রাজ্যের জেলায় জেলায় বহাল তবিয়তে চলছে চোলাই মদের কারবার। এমনই অবৈধ চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসল পশ্চিম মেদিনীপুর জেলা আবগারী দফতর। শনিবার সকাল থেকে জেলার দাঁতন থানার মোয়ারুই গ্রামে অভিযান চালিয়ে নস্ট করা হয়েছে বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম।গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতরের কর্মীরা সকাল সকাল অভিযান চালায় গ্রামের অবৈধ চোলাইয়ের ঠেক। বেশ কয়েক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে নস্ট করে দেওয়া হয়।জেলা আবগারি আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি ভাবে এই মদের ভাটিগুলো চলছিল। সারা জেলা জুড়ে এভাবে অভিযান চালানো হচ্ছে।
চোলাইয়ের ঠেক ভাঙতে অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতর
শনিবার,২৯/০৯/২০১৮
593
বাংলা এক্সপ্রেস---