পরকীয়া


শনিবার,২৯/০৯/২০১৮
2529

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল---

পরকীয়া

লোভী মানুষ সুখ পেতে
মৃদু হাসে দাঁতের ফাঁকে ফাঁকে।
আজ বন্ধন মুক্ত ভারত
সুপ্রিম কোর্টের রায়ে।
সুখ পেতে সঙ্গী খোঁজে
আসে পাশে।
কামনার মকডালে উঠে
উঁকি মারে সংসার জীবন ভুলে।
ছুটে মরীচিকার দিকে
সুখ পেতে নষ্ট করে
বহু শিশুর প্রাণ।
ভারতীয় সংস্কৃতি ভুলে
সংসার জীবনে আগুন জ্বালে
কামনার মুক্ত আগুনে।
শহর থেকে গ্রামে গ্রামে
মহামারীর রূপ নিবে এডস রূপে
ঐ পরকীয়ার মুক্ত আগুনে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট