শান্তিপূর্ণ পূজা ও সরকারের ঘোষিত দশ হাজার টাকা বন্ঠনের অভিপ্রায়ে ভাঙড় ১নং ব্লক এক বিশেষ কর্মসূচি গ্রহন


শনিবার,২৯/০৯/২০১৮
600

সফিউদ্দিন---

ভাঙড়: বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকী। পূজা কমিটি থেকে শুরু করে প্রতিমা শিল্পী ব্যস্ত সকলেই। এর সবের মাঝে ব্যস্ততা চোখে পড়ে ব্লক প্রশাসনেরও। এদিন শান্তিপূর্ণ পূজা ও সরকারের ঘোষিত দশ হাজার টাকা বন্ঠনের অভিপ্রায়ে ভাঙড় ১নং ব্লক এক বিশেষ কর্মসূচি গ্রহন করেন। উপস্থিত ছিলেন ভাঙড় ১নং সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত পাত্র, পঞ্চয়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা, ভাঙড় সমন্বয় কমিটির সম্পাদক কৌশিক সরদার।

প্রশাসনিক নির্দেশ কে মান্যতা দিয়ে মদ্যপান মুক্ত, প্রতিমা বিসর্জন দিয়ে শান্তিপূর্ণ পূজা ভাঙড় বাসি দেখবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত।

প্রশাসনিক কর্মকর্তারা কি বলছেন দেখুন ভিডিও

https://youtu.be/8WSrMSmoVCw

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট