ডানকুনি: আজ ডি ওয়াই এফ আইয়ের ১৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো ডানকুনির কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চে। উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিন ভারতের অভিনেতা প্রকাশ রাজ। এদিনের সম্মেলনে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন তিনি। তিনি বলেন বর্তমানে গোটা দেশে খুনের রাজনীতি চলছে। খুনখারাপির রাজনীতিতে সমাজ অস্থির হয়ে উঠেছে। পাশাপাশি এদিন তিনি বলেন স্বাধীনতার পর থেকে যত রাজনৈতিক দলই এসেছে সবাই কমবেশী সাম্প্রদায়িক রাজনীতি করেছে। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সকলকে ছাপিয়ে গিয়েছে। সমগ্র দেশে গনপিটুনির মত ঘটনা ঘটেই চলেছে। এদিন তিনি দলীয় নেতা-কর্মীদের বলেন ঘরে বসে বিপ্লব নয়, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।
https://youtu.be/k1_IZ3TtjqI