প্রেমে আঘাত পেয়ে সেক্স ডল কে জীবন সঙ্গিনী বানিয়ে ফেললেন জুন


শুক্রবার,২৮/০৯/২০১৮
1603

বাংলা এক্সপ্রেস---

প্রেমে আঘাত পেয়ে সেক্স ডল কে জীবন সঙ্গিনী বানিয়ে ফেললেন জুন। কোরিয়ার যুবক জুন একদিন একটি সেক্স ডলে কে এতটাই তার পছন্দ হয়ে গিয়েছিল যে সে তাল নাম রেখেছেন ইভা ৷ ২০১৪ সালে ইভা তাঁর বাড়িতে আসে ৷ আর সেই থেকে ইভাই জুনের জীবন সঙ্গীনী ৷ গল্প হলেও পুরোটা সত্যি, ২৭ বছরের যুবক জুন কোরিয়া ৷ সাউথ কোরিয়া থেকে বেজিংয়ে এসেছেন চাকরীর জন্য৷ বহু বছর ধরেই আছেন এই শহরে ৷ প্রথম প্রথম ছিলেন একাই ৷ কটার পর একটা প্রেম, তারপর আঘাত৷ তাই হঠাৎ জুন ঠিক করে আর মেয়েদের সঙ্গে প্রেম করবেন না ৷

কিন্তু এই শরীরটা মেয়ে সঙ্গ চায় ! জুন জানালেন, তখনই অর্ডার দিলাম সেক্স ডলের ৷ প্রথম প্রথম শুধু এই সেক্স ডলের সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতাম ৷ কিন্তু এখন প্রেমে পড়ে গিয়েছি ৷ এই পুতুলই আমার প্রেমিকা ৷ একে নিয়ে আমি নানা জাগায় ঘুরে বেড়াই৷ একসঙ্গে শপিং করি, ডিনার করি, ঘুম থেকে উঠে একসঙ্গে স্নানও করি ৷ আমি খুব ভালো আছি ! খুব শান্তি ওকে জড়িয়ে ঘুমোতে !এই আমার আসল জীবন সঙ্গনী

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট