নদীয়া: বৃহস্পতিবার ভোরে হটাৎই ৩৪ নাম্বার জাতীয় সড়ক লাগোয়া একটি কাঠের মিলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য নদীয়ার পলাশীতে।সূত্রের খবর,কালীগঞ্জ থানার পলাশীর বাসিন্দা সতন চন্দ্র দাস নামে এক কাঠ ব্যবসায়ীর বাড়ী সংলগ্ন কাঠের মিলে হটাৎই বৃহস্পতিবার ভোরে আগুন লেগে যায়।পরে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। জাতীয় সড়কের পাশে হওয়ায় যান চলাচল বিঘ্নিত বিঘ্নিত হচ্ছে।এলাকায় যান নিয়ন্ত্রণে নেমেছে পলাশী মিরা ফাঁড়ির পুলিশ।তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা জানা না গেলেও মিল মালিকের দাবি,ঘটনায় ক্ষয় ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।পুজোর আগে অগ্নিকাণ্ডের জেরে মিল পুড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া মিল মালিক ও মিল শ্রমিকদের মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন মোটের ওপর নিয়ন্ত্রণে।
কাঠের মিলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য নদীয়ার পলাশীতে
শুক্রবার,২৮/০৯/২০১৮
519
বাংলা এক্সপ্রেস---