ডানকুনি: ডানকুনি কোল ইন্ডিয়া লিমিটেডের কর্মীদেড় আগামী ১ অক্টোবর থেকে৩০ জন শ্রমিক কে বসিয়ে দেওয়ার নোটিস দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামলেন INTUC এবং CTIU শ্রমিক সংগঠন।অভিযোগ চক্রান্ত করে এই কোল ইন্ডিয়া বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। এই শ্রমিক সংগঠনের জয়েন্ট একশন কমিটির চেয়ারম্যান গৌতম নাগ বলেন আমাদের দাবি কোনো শ্রমিক কে বসানো যাবে না শ্রমিকদের দাবি না মানলে আমাদের বৃহত্তম আন্দোলনে যেতে হবে।
আন্দোলনে নামলেন INTUC এবং CTIU শ্রমিক সংগঠন
শুক্রবার,২৮/০৯/২০১৮
499
সুমন করাতি---