দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি সহ গ্রেফতার এক ফরাক্কায়


শুক্রবার,২৮/০৯/২০১৮
452

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ- দুটি আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড গুলি সহ গ্রেফতার এক ফরাক্কায়। বৃহস্পতিবার রাত্রে ফরাক্কার ৩৪নং জাতীয় সড়কের মোড় নিউফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের সামনে থেকে ধৃতকে গ্রেপ্তার করে পুলিসতাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র এবং  ৬রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম নবাব সেখ(২৭)। ধৃত যুবকের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার নাসিরতলা গ্রামে।ধৃত যুবক মালদা থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিল ফরাক্কায় পাচার করার জন্য। শুক্রবার ধৃত যুবককে আদালতে তোলা হবে।

https://youtu.be/NdEZ1akyqBk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট