বৃহষ্পতিবার সকালে এক চাঁপদানীর জুটমিলের শ্রমিকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
557

সুমন করাতি---

চন্দননগর: বৃহষ্পতিবার সকালে এক চাঁপদানীর জুটমিলের শ্রমিকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগর থানার গৌরহাটিতে।চাঁপদানী এলাকার নরথ ব্রুক জুটমিলের পাটঘর বিভাগের শ্রমিক বছর ৫০ এর লালন রামের দেহ গঙ্গার ঘাটে  দেখতে পায় স্থানিয়রা।লালনের জামাকাপড় ঘাটে পড়ে রয়েছে।এই খবর জানাজানি হতেই গঙ্গার ধারে ভিড় করতে থাকে জুটমিলের শ্রমিকেরা ও এলাকার বাসিন্দারা চন্দননগর কমিশনারেটের চন্দননগর থানার  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে নিয়ে যায়।তবে কিভাবে শ্রমিকের  মৃত্যু হল তা ময়লা তদন্তেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।তবে এলাকার বাসিন্দারা জানান এই শ্রমিক খুব ভালোই কাজ কর্ম করতেন।কিন্তু কেন যে এভাবে গঙ্গার জলে ডুবে গেল তা নিয়ে তদন্তের প্রয়োজন আছে বলে জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট