মহানগরীতে কেবল তার আর মাথার ওপর দিয়ে নয়, নিয়ে যেতে হবে মাটির তলা দিয়ে


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
773

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শহরে কেবল তারের জঙ্গল বন্ধ করতে MSO সংগঠনের সঙ্গে মন্ত্রী গোষ্ঠীর জরুরী বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। রাইটার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একগুচ্ছ কড়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। রাইটার্সে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভন চট্টোপাধ‍্যায় ও MSO দের সংগঠনের প্রতিনিধিরাও। শহরজুড়ে তারের জঙ্গল। বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় তারের জঙ্গলের কারণে উচ্চ ল‍্যাডার ব‍্যবহার করা যায় নি। আগামীদিনে এই সমস‍্যা কিভাবে মেটানো যায়, তা নিয়েই বৈঠক দীর্ঘ আলোচনা হয়। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে এখন থেকে কেবল সংস্থা গুলোকে কোন ভাবেই আর মাথার ওপর দিয়ে তার টানতে পারবে না। নিয়ে যেতে হবে মাটির তলা দিয়ে।যাঁরা এর অন্যথা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট