শালবনী পঞ্চায়েত সমিতিতে তৃনমূল,নতুন সভাপতি হিসাবে মিনু কোয়াড়ীর লক্ষ্য থাকবে আগের পাঁচ বছরের কর্মযজ্ঞ কে ছাপিয়ে যাওয়ার


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
654

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– প্রত্যাশা মতোই দলের নির্দেশ মেনে আজ শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি পদে শপথ নিলেন গতবারের প্রানীসম্পদ কর্মাধ্যক্ষ মিনু কোয়াড়ী এবং দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ বুলবুল হাজরা শপথ নিলেন সহ সভাপতি হিসাবে। আজ ব্লক তৃনমূল সভাপতি নেপাল সিংহের নেতৃত্বে কাসেম খাঁ,সন্দীপ সিংহ , নিবেদিতা ব্যানার্জী, নিতাই মাহাত প্রমুখ নির্বাচিত সদস্য ও সমস্ত অঞ্চলের প্রতিনিধি দের নিয়ে বাজনা সহযোগে একটি বর্নাঢ্য মিছিল চকতারিনী বাজার প্রদক্ষিণ করে শালবনী ব্লক পার্টি অফিস থেকে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে আসে এবং বিজেপি ও বিভেদকামীদের প্রচেষ্টা সত্বেও তৃনমূল প্রার্থী রা বিজয়ী হয়।

এখন দেখার বিগত পাঁচ বছরে শালবনী যে সামাজিক,পারিপার্শ্বিক ও পরিকাঠামো গত উন্নয়ন করেছে, নতুন বোর্ড কতটা সফল হয় তা ধরে রাখতে কিংবা ছাপিয়ে যেতে। আজ মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মত, নব নির্বাচিত সদস্যরা সবুজ পান্জাবী ও মহিলারা তাঁতের শাড়ি পরে শপথ নেন। বোর্ড গঠনের পর সবুজ আবীরের খেলায় মেতে ওঠে সমস্ত কর্মীরা। এবারের জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি নতুন বোর্ডের সকলকে শুভেচ্ছা জানান ও শালবনীর উন্নয়নে সর্বোত সাহায্য করার কথা বলেন। তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর নেতৃত্বে যে উন্নয়ন চলছে তাতে ব্লকের সমস্ত মানুষ যাতে উপকৃত হয় তা সুনিশ্চিত করার আহ্বান জানান ও যারা বিপথে গেছে তাদের দলে ফেরার আহ্বান জানান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট