কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরতে হয়েছে অধীর চৌধুরীকে। তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজ্যে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে অধীরবাবুকে প্রচার কমিটির চেয়ারম্যান করে এআইসিসি। কিন্তু সভাপতি পদ হারিয়ে প্রচার কমিটির চেয়ারম্যান পদে আদৌ তিনি কতটা সন্তুষ্ট থাকবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমনও গুঞ্জন ছড়িয়েছে যে অধীরবাবু বিজেপিতে যোগদান করতে পারেন। কিন্তু তার আগে অধীর চৌধুরীর খুব ঘনিষ্ঠ অনুগামী নেত্রী তথা রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদাকা মৌমিতা বিশ্বাস মিশ্র যোগ দিলেন বিজেপিতে।বৃহস্পতিবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গের দ্বায়িত্বপপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়। মৌমিতা দেবী সর্বভারতীয় কংগ্রেস কমিটিরও সদস্য ছিলেন। এদিন এই যুব নেত্রী বলেন, যে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হচ্ছে সেই তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চাইছে কংগ্রেস। বিজেপিই একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই তাঁর এই দলবদল।
বিজেপিতে যোগ দিলেন অধীর ঘনিষ্ঠ যুব কংগ্রেস নেত্রী মৌমিতা
বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
739
বাংলা এক্সপ্রেস---