বন্ধের দিন কেশিয়াড়িতে এলোপাথাড়ি গুলি; খুন ব্যবসায়ী, এলাকায় চাঞ্চল্য


বৃহস্পতিবার,২৭/০৯/২০১৮
569

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- বিজেপির ডাকা বনধের দিন দুষ্কৃতীদের  গুলি চালনার ঘটনা ঘটল। বুধবার কেশিয়াড়ির খাজরা এলাকায় ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছটা নাগাদ ঘটে এই ঘটনা। জানা গেছে খড়্গপুরের দিক থেকে একটি চার চাকার যানে এসে ছয়-সাতজন দুষ্কৃতী খাজরা এলাকায় আসে। কয়েক রাউন্ড গুলি চালায়। বেশ কয়েকজনকে ধমক ও মেরে দেওয়ার হুমকি দেয় বলে জানা গেছে। দুষ্কৃতীদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে খাজরার বাসিন্দা বিভুরঞ্জন দাসের বুকের নীচে গুলি লাগে। তাকে উদ্ধার করে খড়্গপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালাল তার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে তৃণমূল ও বিজেপি দুষ্কৃতীদের গুলিতে মৃত বিভুরঞ্জন দাস ওরফে কান্টু দাসকে তাদের নিজেদের বলে দাবি করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট