নির্মলা সমাজ কল্যাণ সংস্থার নতুন ব্রাঞ্চ


বুধবার,২৬/০৯/২০১৮
504

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: নির্মলা সমাজ কল্যাণ সংস্থার নতুন ব্রাঞ্চ চালু হলো সোমবার দুপুর ১টায় হাওড়া উলুবেড়িয়া , জদুবাড়ীতে। সংস্থা চেয়ারম্যান আশিস চক্রবর্তী মহাশয় হাত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করলেন নতুন ব্রাঞ্চ অফিস। একজন ধুপ কাটি বিক্রয় কারি থেকে আজ ইনি একজন সফল সমাজ কল্যাণকরী ব্যাক্তি। কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্কুল ছুট ছাত্র ও ছাত্রীদের বই, খাতা, ব্যাগ এমনকী পড়া শোনার সমস্ত দায়িত্ব নিজদের কাঁধে তুলে নিয়েছে এই সংস্থা। শুধু বাঁকুড়ায় ২৬ টি স্কুল চলছে। মোট ৩২০০ ছাত্র, ছাত্রী পশ্চিমবঙ্গে।সংস্থা সভাপতি রাজীব রায় বললেন ৯ টি রাজ্যে আমাদের কাজ চলছে। সমস্ত মানুসের আশীর্বাদ নিয়ে আমরা যেন এই দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাসে সারা জীবন থাকতে পারি।

রক্তদান শিবির, বীজ প্রদান , সংষ্কৃত অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে আমরা ছাত্র ও ছাত্রীদের উৎসাহ দিয়ে থাকি। বললেন সংস্থার চেয়ারম্যান আশিস চক্রবর্তী মহাশয়।

https://youtu.be/PDYJf77MG_A

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট