বিজেপির বাংলা বনধ,ঝাড়গ্রামে বাসে আগুন বনধ সমর্থকারীদের


বুধবার,২৬/০৯/২০১৮
425

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামগামী একটি বাসে আগুন ধরিয়ে দেয় বনধ সমর্থকারীরা। এ দিন সকালে বৈতা এলাকার বালিচিড়া গ্রামের কাছে বনধ সমর্থনকারীরা বাসটিকে আটকায়। বাসে ছিল হাতে গোনা যাত্রী। তাঁদের ও বাসের চালক ও কন্ডাক্টরকে নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এরপরেই বাসটি গড়িয়ে খাদে নেমে যায়। পরে লালগড় থেকে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।রাজ্য জুড়ে বিজেপির ডাকা বনধে কোথাও ভাঙচুর করা হচ্ছে বাস। কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে । ফলেই বাড়তি ঝুঁকি নিতে নারাজ ঝাড়গ্রাম জেলা প্রশাসন ।

তাই পুলিশ এসকর্ট দিয়ে চালানো হচ্ছে সরকারি বাস। বুধবার সকাল থেকেই ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড়ে কোনও বেসরকারি বাসের দেখা মেলেনি । খাঁ খাঁ করছে বাজার হাট । যদিও পুলিশ পাহারায়  চলছে সরকারি বাস। ঝাড়গ্রামের মূল বাজার জুবলি মার্কেট ও কোর্ট রোডের দোকার গুলি সকাল থেকেই বন্ধ । দোকান খুলতে পথে নামেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান দূর্গেশ মল্লিদেবের নেতৃত্বে তৃণমূলের বাইক বাহিনী।ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও শিলদা ও বিনপুরেও বিজেপির পথ অবরোধে কে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে খন্ড যুদ্ধ বাধে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট