বিরাটহীন ভারতে উজ্জ্বল রোহিত


সোমবার,২৪/০৯/২০১৮
634

বাংলা এক্সপ্রেস---

বিরাটহীন ভারতে উজ্জ্বল রোহিত আগামীকাল এর ম্যাচ নিয়ে এতদিন ধরে যে জল্পনা চলছিল, তার অবসান হল। ভারত বনাম পাকিস্তান এর ম্যাচ নিয়ে জোর জল্পনা চলছিল ক্রিকেট মহলে। কোন দল ফেভারিট কে পাবে সেরার শিরোপা, কে হবে বিজয়ী। তার অবসান ঘটল আগামীকাল। ভারত আবার পাকিস্তান এর মুখোমুখি হয়েছিল এই ম্যাচে, অনায়াসে পাকিস্তানকে হারিয়ে উজ্জীবিত ভারতীয় দল। শিখর ধাওয়ান এর ঝোড়ো ইনিংস সহজেই জয় এনে দিল টিম ইন্ডিয়াকে। একের পর এক অভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। অন্যদিকে দিশেহারা হয়ে পরে পাকিস্তান দলের বোলাররা। এদিন একেবারে খুব দুর্বল লাগছিল পাকিস্তান দলকে। শুধু তাই নয় এদিন অধিনায়ক রোহিতের অনন্য ইনিংস ভারতের জয়ের সামনে এনে দেয়। এদিন হিট ম্যান রোহিতকে আবার রাজকীয় মেজাজে দেখা যায়। ২২ গজে এমন হাইভোল্টেজ মযচে জয় লাভ করে , ভারতীয় দল যে আবার দুরন্ত ছন্দে ফিরেছে তা বার প্রমানিত হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট