সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশি যুবককে পিটিয়ে খুনের অভিযোগ


রবিবার,২৩/০৯/২০১৮
570

সুমন করাতি---

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশি যুবককে পিটিয়ে খুনের অভিযোগ।ধনিয়াখালীর পোড়া বাজার এলাকার ঘটনা।অভিযুক্তরা পলাতক।বেশ কিছুদিন ধরে কার্তিক হালদারের পরিবারের সঙ্গে কার্তিক রায়ের পরিবারের বিবাদ চলছিল।দুই প্রতিবেশির মধ্যে বিবাদ ছিল মূলত সম্পত্তি নিয়ে।দিন আষ্টেক আগে দুই পরিবারের মধ্যে চরম অশান্তি হয়।অভিযোগ আজ সকালে কার্তিক হালদারকে(২৩)কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় প্রতিবেশি কার্তিক রায় ও আরো কয়েক জন।বাঁশ দিয়ে মারধোর করা হয়।মাথায় বাঁশের আঘাত লাগায় অচৈতন্য হয়ে পরলে বাড়ির পাশেই তাকে ফেলে রাখা হয়।পরে ওই যুবককে ধনিয়াখালী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানিয়ে দেন।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।মৃতদেহ ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠিয়ে ধনিয়াখালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট