পণের টাকা শোধ করতে না পারায় বিয়ের 10 বছর পর খুন হতে হলো রবিনাকে


রবিবার,২৩/০৯/২০১৮
394

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর:-বিয়ের 10 বছর পর  পণের টাকা শোধ করতে না পারায় কুপিয়ে খুন স্ত্রীকে।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার সৈয়দপুর এলাকার।জান যায় মৃতার স্বামী আবু কালাম বহুদিন ধরে তার স্ত্রী রবিনা বিবির বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনার জন্য অত্যাচার করত। রবিনার বিবির 2 ছেলে ও এক মেয়ে । বিয়ের 10 বছর পরোও প্রতি দিন বাপের বাড়ি থেকে টাকা আনতে বলা হত রবিনাকে। টাকা আনতে পারায় অবশেষে বৃহস্পতিবার কুপিয়ে মারা হয রবিনাকে। বাড়িতে খবর পেতেই রবিনার বাড়ি থেকে রবিনাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে।

রবিনার জটিল পরিস্থিতি দেখে রবিনাকে রায়গঞ্জ হাসপাতাল থেকে শিলিগুড়ি রেফার করা হয় । শিলিগুড়ি তে শুক্রবার রাতে রবিনা মারা যায় । পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান রবিনার পরিবারের লোকজন। রবিনার স্বামী আবু কালাম পালিয়ে গেছে যদিও তাকে এখনো পর্যন্ত ধরা হয় নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট