কলকাতা: বুধবার ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছে রাজ্য বিজেপি। তার আগের দিন বনধের প্রচারে মহানগরীর রাজপথে মহামিছিল সংগঠিত করে এরাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। তার প্রস্তুতি শনিবার থেকেই শুরু করে দিল মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়ররা। ছাত্র হত্যা ও গনতন্ত্র হত্যার প্রতিবাদে কলকাতায় এই মিছিল হবে জানিয়েছেন মুকুল রায়। বাংলা বনধের আগে এই মিছিলকে শহরে বিজেপি- আর এস এসের ওয়ার্ম আপ ম্যাচ বলেই মনে করছে রাজনৈতিক ওওয়াকিবহাল মহল।
২৬ শে রাজ্য জুড়ে বাংলা বনধ ডেকেছে বিজেপি। তার ঠিক আগের দিন ২৫ শে সেপ্টেম্বর শহরে বড় মিছিল করে বনধ সফলের আহ্বান। বিজেপি ও সংঘ পরিবারের যৌথ উদ্যোগে মহা মিছিল। বিবেকানন্দের বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। মিছিলে উপস্থিত থাকবেন বিজেপি ও সংঘপরিবারের নেতৃত্ব।