সকলকে নিয়ে চলার বার্তা সোমেন মিত্র’র


শনিবার,২২/০৯/২০১৮
715

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: অধীর চৌধুরীর পরিবর্ত হিসাবে প্রদেশ কংগ্রেস সসভাপতি পদে আসীন হয়েছেন সোমেন মিত্র। সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন: বিজেপিকে সরানোর অবস্থান ঠিক করার মালিক আমরা নই। কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি। তার রাজ্য শাখা আমরা। অবস্থান ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেস একটা পরিবার। সবাইকে নিয়ে চলতে না পারলে কোন পরিবারে সুখশান্তি আসে না। মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। তবেই পরিবার আরও শক্তিশালী হবে।

https://youtu.be/1ctcRbVRbZY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট