বিশ্বকর্মা পূজা উপলক্ষে তিনদিনের পূজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে


বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
495

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- বিশ্বকর্মা পূজা উপলক্ষে তিনদিনের পূজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে l পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (আইএনটিটিইউসি )এবং মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এবার ছিল  21 তম বিশ্বকর্মা পুজোর আয়োজন l সোমবার পূজা অর্চনার পর সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যারতি হয় l আজও যথারীতি সকাল দশটায় নিত্য পূজা ও সন্ধ্যারতি হয়েছে l তারপর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান l আগামীকাল সকাল দশটায় নিত্য পুজোর পর বিকেলে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান l  সকাল নটায় অন্নকূট পর্বের অনুষ্ঠান হবে এবং সন্ধ্যা সাতটায় হবে প্রতিমা নিরঞ্জন l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট