পশ্চিম মেদিনীপুর:- দল ছাড়তে চাইছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জামিলা বিবি। এনিয়ে তিনি দলের জেলা সভাপতি অজিত মাইতিকে লিখিত ভাবে জানিয়েছেন। দলীয় কর্মীরা দুর্ব্যবহার করছেন। দলের ডেবরা ব্লক নেতৃত্বকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই দল ছাড়তে চাইছেন বলে জামিলা বিবি জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে তিনি তৃণমুল করে আসছেন। ২০০৮ সালে তাঁকে গ্রাম পঞ্চায়েত প্রার্থী করা হয়। তার পর থেকে তিনি গ্রাম পঞ্চায়েতে টানা জিতে আসছেন। এবার পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। জামিলা বিবির অভভিযোগ পঞ্চায়েত সমিতিতে শপথ গ্রহণের দিন তাঁকে দলীয় কর্মীরা পরিকল্পিত ভাবে কুরুচিকর ভাষায় কথা বলেন। বিষয়টি দলের ব্লক নেতৃত্বকে জানিয়েও কোনও প্রতিকার হয়নি। তাই তিনি দল ছাড়তে চাইছেন। জামিল বিবির বাড়ি ডেবরা ব্লকের ডুঁয়া এলাকায় ।
দল ছাড়তে চাইছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জামিলা বিবি
বৃহস্পতিবার,২০/০৯/২০১৮
571
বাংলা এক্সপ্রেস---