সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল এক বিজেপি কর্মী


মঙ্গলবার,১৮/০৯/২০১৮
930

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। ধৃতের নাম বাবুয়া ঘোষ।একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অভিযোগ, দুই রাজ্যের এই দুই মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ ছবি ফেসবুকে পোস্ট তপন আদিত্যের ওয়াল থেকে। সেই পোস্ট শেয়ার করে কুরুচিকর মন্তব্য করেন বাবুয়া।মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যক্তিগত কুত্সাও রটান তিনি।সেই ছবি মোবাইলে অনেকেই স্ক্রিন শট তুলে রেখে দেয়।পরে শালবনী থানায় অভিযোগ দায়ের হলে বাবুয়া ঘোষকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে তপন আদিত্যের খোঁচ চালাচ্ছে পুলিশ।প্রাথমিক ভাবে জানা গিয়েছে শালবনীর শৌলা গ্রামের বাসিন্দা বাবুয়া ঘোষ। পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে এবং বাবুয়াকে গ্রেফতার করে। মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট