হংকংকে হেলায় হারিয়ে এশিয়া কাপে মিশন শুরু পাকিস্তানের


সোমবার,১৭/০৯/২০১৮
702

বাংলা এক্সপ্রেস---

দুবাই:গ্রুপ এ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী পাকিস্তান ও হংকং।টুর্নামেন্টের এটি ছিল দ্বিতীয় ম্যাচ।প্রত্যাশিত জয় পেল টিম পাকিস্তান।অঘটন ঘটাতে পারেনি হংকং বরং পাকিস্তানি বোলিং তোপের মুখে পড়ে হংকং এর ব্যাটসম্যানেরা।৩৭.১ ওভারে মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

পাকিস্তানের কাছে ১১৭ রানের জয়ের সহজ লক্ষ মাত্রা দাঁড়ায়।মাত্র ২৩.৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে তারা।পাক ব্যাটসম্যানদের মধ্যে সর্বচ্চ রান করেন ইমাম উল হক।তিনি ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।বল মোকাবিলা করেন ৬৯ টি।তার ইনিংস সাজানো ছিল ১ টা ছক্কা ও ৩ টি চার দিয়ে।

পাকিস্তানের দুটি উইকেটই তুলে নেন এহসান খান।আট ওভার হাত ঘুরিরিয়ে ৩৪ রান দেন তিনি।পাক বোলার উসমান খান ৭.৩ ওভার বল করে ১ মেডেনসহ ৩ টি উইকেট তুলে নেন।রান খরচ করেন মাত্র ১৯ টি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট