পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলিতে বোলারো-বাইক সংঘর্ষ


রবিবার,১৬/০৯/২০১৮
459

বাংলা এক্সপ্রেস---

পাশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলিতে বোলারো-বাইক সংঘর্ষ।আহত এক কলেজ ছাত্রসহ বাইক আরোহী।আহত দুজনে ভর্তি বেলদা গ্রামীণ হাসপাতালে।কেশিয়াড়ি থানার পাঁচিয়াড়ের এর বাসিন্দা বাইকে করে বেলদা আসছিলেন।তখনই বেলদার দিক থেকে কেশিয়াড়ি দিকে যাওয়া একটি বোলারো নিয়ন্ত্রণ হারিয়ে দেউলী মৌভিলার কাছে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে।ওই বাইক আরোহীকে ধাক্কা মারার পর রাস্তা দিয়ে হেটে চলা এক কলেজছাত্র দেখে ধাক্কা মারে।গুরুতর আহত অবস্থায় শিবু রানা ও কলেজ ছাত্র অংশুমান দাস বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার জেরে বেলদা কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরুদ্ধ করে এলাকাবাসী।যার জেরে তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়।পরে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে।ঘটনার পর বোলারো গাড়ির চালক পলাতক। দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট