উদ্ভোধনী ম্যাচে বাঘের গর্জনে কুপোকাত লঙ্কান সিংহরা


রবিবার,১৬/০৯/২০১৮
615

বাংলা এক্সপ্রেস---

দুবাই:বাঘ-সিংহর লড়াইয়ে গর্জন বাঘের গলায়। ২০১৮ এশিয়া শেরার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। টাইগার দলপতি মাশরাফি মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তামিমের ইনজুরি ও নিয়মিত উইকেট পতনের কারণে প্রথম দিকে ব্যাটিং বিপর্যায়ে পড়ে বাংলাদেশ। মিস্টার ডিপেন্ডেবেল মুসফিকুর রহিমের মহাকাব্যিক শতরান ও মিঠুন আলির অর্ধশতরানের ডানায় চেপে শেষ প্রর্যন্ত ২৬১ রান তুলতে সক্ষম হয় তারা।অবশ্য পুরো ইনিংস খেলতে পারেনি বাংলাদেশী ব্যাটসম্যানেরা।৪৯.৩ ওভারে শেষ হয় তাদের ইনিংস।রহিম করেন ১৫০ বলে ১৪৪ রান,অন্যদিকে মিঠুন ৬৮ বল খেলে ৬৩ রান করেন।

২৬২ রানের টার্গেট তারা করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন লঙ্কানরা।মনে হচ্ছিল খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাবে শ্রীলঙ্কা দল। হল কিন্তু সম্পূর্ণ তার উল্টোটা।৩৫.২ বল খেলে মাত্র ১২৪ রানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ফলে ১৩৭ রানের বিশাল জয় পায় টিম বাংলাদেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট