মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ৯ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক


শনিবার,১৫/০৯/২০১৮
461

বাংলা এক্সপ্রেস---

সামসেরগঞ্জঃ- মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ৯ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধায় ডাকবাংল মোড় এলাকা থেকে ৯ লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার করে এক ব্যক্তিকে।ধৃত ব্যাক্তির বাড়ি মালদায় বৈষ্ণব নগর থানার দেওনাপুর চালতাপাড়া এলাকায়। শনিবার বেলা ১১টা নাগাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার সামসেরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলন করে জানান যে ধৃত ব্যাক্তির নাম মহম্মদ এমাজুদ্দিন সেখ(২৭)।

শুক্রবার সন্ধায় পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ডাকবাংলো মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে এমাজুদ্দিনকে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় ২ হাজার টাকার ৪৩৯টি জালনোট এবং ৫০০ টাকার ৪৪টি জালনোট। মোট ৯লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়। উল্লেখ্য ধৃত এমাজুদ্দিন এর আগেও জালনোট পাচার কান্ডে গ্রেপ্তার করে পুলিস। তবে জালনোট গুলি কোথা থেকে নিয়ে এসে এই জেলায় পাচার করছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি আরও বলেন এখন পর্যন্ত এই বছর মোট ৫৮টি কেশ করা হয়েছে। ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ১কোটি ১৪লক্ষ ২৮ হাজার টাকার জালনোট।

https://youtu.be/HkRoGjYxiTg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট