কলকাতা: SFI এর কেন্দ্রীয় জাঠার সমাপ্তি কর্মসূচিতে কলেজ স্ট্রিটে সমাবেশ। সমাবেশ থেকে রাজ্য সরকারের শিক্ষা নীতির কড়া সমালোচনা করেন এসএফআই নেতারা। সমাবেশ শেষে এখান থেকে মহামিছিল ধর্মতলায় যাবে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে জাঠা এসে পৌঁছায় কলেজ স্ট্রিটে। এই কর্মসূচি ঘিরে এসএফআই কর্মীদের মধ্যে উন্মাদনা পরিলক্ষিত হয়।
SFI- এর জাঠা কর্মসূচির সমাপ্তিতে মহামিছিলে মহানগরীতে
শনিবার,১৫/০৯/২০১৮
706
বাংলা এক্সপ্রেস---