নদীয়া : বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনার পর ছাত্রদের দাবি মেনে সিকিউরিটি ইনচার্জ উত্তম কর ও ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার(DSW) গৌতম চক্রবর্তী কে বরখাস্ত করার পরও অচলাবস্থা কাটলোনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে।ছাত্রছাত্রী দের ওপর হামলার জন্য উপাচার্য কে দায়ী করে উপাচার্যের পদত্যাগ এর দাবী জানিয়ে অবস্থান বিক্ষোভ অব্যাহত বিশ্ববিদ্যালয়ে।ছাত্রদের পাশাপাশি কর্মবিরতিতে সামিল হয়েছেন অধ্যাপক রাও। সোমবার পর্যন্ত তারা কর্মবিরতি চালাবেন বলে জানা গেছে। অধ্যাপক দের এক অংশের আশা, হয়তো আর কয়েকদিন এর মধ্যেই সমস্যা র সমাধান হবে।আবার পুরোনো ছন্দে পঠন পাঠন শুরু হবে।
গৌতম চক্রবর্তী কে বরখাস্ত করার পরও অচলাবস্থা কাটলোনা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে
শনিবার,১৫/০৯/২০১৮
498
বাংলা এক্সপ্রেস---