মন্দির থেকে তিরসুল নিয়ে বুকে তিরসুল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ


শনিবার,১৫/০৯/২০১৮
519

সুমন করাতি---

হুগলী: উত্তরপাড়া স্টেশন সংলগ্ন তালপুকুরে মাচন্ডী মন্দিরের সামনে বেশ কয়েক দিন জাবদ রাজা প্রসাদ তাঁর টোটো গাড়িটি রাখতো মন্দিরের সামনে গাড়ি রাখলে চাঁদা দিতে হবে বলে দাবি করতো অভিযুক্ত তাপস। এই টোটো রাখা নিয়ে বচসা হয় তাপসের সাথে টোটো চালকের তাপস সেই সময় পাশে মন্দির থেকে তিরসুল নিয়ে টোটো চালক কে মারতে আসে টোটো চালকের পুনম দেবী আটকাতে গেলে তাঁর বুকে তিরসুল ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি পুনম দেবী।

https://youtu.be/a4YkaZWTkdo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট