বাঙালি কোচের হাত ধরেই শতাব্দীপ্রাচীন ক্লাবে সাফল্য


শুক্রবার,১৪/০৯/২০১৮
668

বাংলা এক্সপ্রেস---

মেতে ঊঠেছে ফুটবল ,মেতে উঠেছে বাঙালী । মোহনবাগানের কাজ আরও সহজ হয়ে গেল। লীগ টেবিলের রেটিং অনুযায়ী এগিয়ে থেকে বাড়তি সুবিধা পাবে এই দল। সবুজ মেরুন সমর্থক দের মধ্যে উচ্ছাসের ঢেউ । শতাব্দী প্রাচীন এই ক্লাবের ইতিহাস আজ আর কারোর অজানা নয়। বাঙালী কোচের হাট ধরে বারে বারে এসেছে সাফল্য । ২০১০ সালে বাগানকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করার কারিগর ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য। মঙ্গলবার মোহনবাগানের কাজ সহজ করে দিল মহমেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলকে মাটি ধরাল রঘু নন্দীর সাদা-কালো শিবির।

বাঙালি দের রক্তে ফুটবল । ফুটবল মানে আবেগ , সাথে জড়িয়ে বর্নময় কলকাতা। সবুজ মেরুন শিবিরে এখন স্বপ্ন জয়ের হাতছানি । শুধু তাই নয় সামনে নতুন স্বপ্ন পুরনের সময়। সব মিলিয়ে মোহনবাগান দল এখন এগিয়ে । আট বছর আগে কলকাতা লিগ, ২০১৫ সালের ৩১ মে সঞ্জয় সেনের কোচিংয়ে ১৩ বছর বাদে আইলিগ জিতেছিল মোহনবাগান। শুধু তাই নয় বারবার সাক্ষী হয়ে রয়েছে যে বাঙালি কচের হাত ধরে এসেছে নানা সাফল্য। অন্যদিকে মোহামেডানের নাটকীয় জয় সবুজ মেরুন শিবিরকে বাড়তি অক্সিজেন দিল তা বলার অপেক্ষা রাখে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট