কলকাতা: ১ অক্টোবর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে বাইকের টোল ট্যাক্স মুকুব করা হচ্ছে। বছরে দ্বিতীয় হুগলী সেতু দিয়ে গাড়ি চলাচল করে প্রায় তিন কোটি ১১ লক্ষ, যার মধ্যে বাইক চলে প্রায় ৯০ লক্ষ। এই বাইকের টোল মুকুব করার ফলে রাজ্যের রাজস্ব ক্ষতি হবে পাঁচ থেকে ছয় কোটি টাকা। তবে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সরকারি এই ঘোষনায় খুশি বাইক চালকরা।
১অক্টোবর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে বাইকের টোল ফ্রি
বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
762
বাংলা এক্সপ্রেস---