সাইকেল করে গাজা নিয়ে যাওয়ার সময় পুলিশ হাতেনাতে দুই দুষ্কৃতিকে পাকড়াও করলো


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
540

বাংলা এক্সপ্রেস---

চুঁচুড়া: সাইকেল করে গাজা নিয়ে যাওয়ার সময় পুলিশ হাতেনাতে দুই দুষ্কৃতিকে পাকড়াও করলো। আজ তাঁদেরকে চুঁচুড়া আদালতে তোলা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ডানকুনি দূর্গাপুর এক্সপ্রেস ওয়ের সার্ভিস রোড এলাকার। গোপন সূত্রে খবর পেয়ে আজ চন্ডিতলা থানার পুলিশ ওই এলাকা থেকে রবি কুমার সাইনি(৩০) ও সেখ কালাম(৩০) নামে ওই দুষ্কৃতিদের গ্রেপ্তার করে। এদের মধ্যে ডানকুনির গোবরা এলাকার বাসিন্দা সেখ কালামের বিরুদ্ধে গণধর্ষনের মামলা রুজু রয়েছে। রবিকুমার সাইনির বাড়ি ডানকুনির চাকুন্ডি মাঝিপাড়ায়। ধৃতদের আজ পুলিশ হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে তোলা হয়।

https://youtu.be/0aiUoFjhXes

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট