পবিত্র মহরম ও আব্দুল হামিদ খানের ১৪ তম স্মরণে বহুমুখী অনুষ্ঠান


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
703

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার উলুবেড়িয়া থানার তুলসীবেড়িয়া দরগা শরীফের পবিত্র মহরম ও হযরত পীর শাহ সুফি আসেকে রসুল মাস্তানেছ আব্দুল হামিদ খাঁনের ১৪ তম স্মরণে বহুমুখী ইসলাম ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন ও হাদীস, পীর পয়গম্বর দের অলৌকিক ঘটনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে ও দেশবাসীর উন্নয়ন ও কল্যাণ, মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় দরগা শরীফের পীরজাদা রফিকুল ইসলাম খাঁন বলেন আজকের মজলিসে প্রায় হাজারখানেক ভক্ত সমবেত হয়ে মোনাজাতে অংশ নেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট