বিয়ের পরে অক্ষয় এর নির্দেশে নাকি নিজের কেরিয়ার কে বিসর্জন দিয়েছেন টুইঙ্কেল


বুধবার,১২/০৯/২০১৮
1667

পিয়া গুপ্তা---

এক সময় একাধিক হিট সিনেমায় কাজ করেছেন টুইঙ্কেল ।মেলা’,বাদশা’ সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর ও তকমা পেয়েছিলেন টুইঙ্কেল। কিন্তু, বলিউড ‘খিলাড়ি’-অক্ষয় কুমার কে বিয়ের পর হঠাত্ ই সিনেমা জগত্ থেকে চির বিদায় নিয়ে নিছেন

টুইঙ্কেল খান্না। বিয়ের পর দুই সন্তানকে নিয়ে  দক্ষ হাতে সংসার সামলাচ্ছেন টুইঙ্কেল খান্না। কিন্তু, অক্ষয় কুমারকে বিয়ের পর কেন অভিনয় থেকে সরে এলেন, সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় টুইঙ্কেল খান্না কে। কি বললেন তিনি জানেন? অক্ষয় কুমারই নাকি তাঁকে অভিনয় করতে না করেছেন। অর্থাত অভিনয় থেকে পুরোপুরিভাবে সরে আসার জন্য অক্ষয়ই তাঁকে বলেছেন বলেও জানান টুইঙ্কেল। টুইঙ্কেল নাকি অভিনয়ে একেবারেই দক্ষ নন, সেই কারণেই নাকি অক্ষয় তাঁকে সরে আসার কথা বলেছেন। এমই জানিয়েছেন টুইঙ্কল খান্না ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট