কলকাতা: বিরোধীদের যোগ্য জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধি ইস্যুতে গতকাল দেশজুড়ে ধর্মঘটে নেমেছিল বাম ও কংগ্রেস। এরাজ্যেও বাম ও কংগ্রেস বনধ পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বনধ কে সমর্থন না করায় তারা কড়া সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কেন রাজ্য সরকার নিজেদের থেকে দাম কমাচ্ছে না সে প্রশ্নএ তোলেন রাজ্যের বিরোধী দলের নেতারা। এবার তাদের মুখের ওপর জবাব দিলেন মমতা।
পেট্রোল ও ডিজেল এর দাম ১ টাকা করে কমানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্র সরকার পেট্রোপণ্যের ক্ষেত্রে যে সেস নেয় তা প্রত্যাহার করুক। কেন্দ্র কেন তা করছে না। কেন্দ্র যে সেস নেয় তার কোনও অংশ তো রাজ্য পায় না। বাংলা হল সবচেয়ে বেশি ঋণগ্রস্থ রাজ্য। বছরে ৪৮ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে বেড়িয়ে যায়। তাও সাধারণ মানুষের ওপর থেকে বোঝা কমানোর জন্য রাজ্য সরকার এই এক টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।আমাদের সরকার কখনো সেলস ট্যাক্স বা সেস্ বাড়ায় নি সাধারণ মানুষের কথা মাথায় রেখে।রাজ্যে পেট্রোল এর ক্ষেত্রে সেলস ট্যাক্স এর পরিমান ২৫% ও ডিজেলের ক্ষেত্রে সেলস ট্যাক্সের পরিমাণ ১৭%। দুটি ক্ষেত্রেই এক টাকা করে সেস্ নেয় রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এই এক টাকা সেস্ আর নেওয়া হবে না।