কর্মরত অবস্থায় এক শ্রমিকের দূর্ঘটনার জেরে বন্ধ হলো জুটমিল


মঙ্গলবার,১১/০৯/২০১৮
480

সুমন করাতি---

রাতের শিপ্টে কাজে গিয়ে কর্মরত অবস্থায় এক শ্রমিকের দূর্ঘটনার জেরে বিক্ষোভ ভদ্রেশ্বর এর শ্যামনগর নর্থ জুটমিলে। কিশোর পাসোয়ান নামের লুম বিভাগের ওই শ্রমিক গতকাল রাতের সিফটে কাজ করছিল। হঠাৎ ই অসাবধানতা বশত তার হাত মেশিনে ঢুকে যায়। বাদ চলে যায় হাতের বেশির ভাগ অংশই।গুরুতর জখম অবস্থায় অন্য শ্রমিক রা তাকে প্রথমে কাছাকাছি গৌরহাটি ই এস আই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করে কিন্তু সারা রাত কলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরে কোথাও ভর্তি করা যায়নি ওই শ্রমিক কে।

সকালে কলকাতারই এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার একটি হাত শরীর থেকে বাদ হয়ে যায়। ঐ শ্রমিকের সঠিক ক্ষতিপুরনের দাবি নিয়ে প্রতিবাদে নামে মিলের বাকি শ্রমিকেরা। আজ সকাল থেকে মিলের গেটের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিক রা। মিল কতৃপক্ষ কোন রকম ঝুকি না নিয়ে ভদ্রেশ্বরের এই জুট মিলটি বন্ধ করে দেয়।এরই পাশাপাশি কর্মহীন হয়ে পরে হয়ে পরে প্রায় পাঁচ হাজার শ্রমিক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট