ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক ঐতিহাসিক দিন । ইংল্যান্ডের মাটিতে তাঁর দুরন্ত প্রত্যাবর্তন । এই তরুন ক্রিকেটার এর অর্ধ শতরান ছাপিয়ে গেল অনেক ক্রিকেটার রেকডকে । এর আগে রুসি মোদী কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো তারকারা ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম ইনিংসেই অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করেছেন। কোহলিদের শিবিরে বলা যেতে পারে নতুন তারকা ক্রিকেটারের জন্ম হল। বিদেশের মাটিতে তাঁর এই ইনিংস অবাক করেছে ক্রিকেট মহল কে। শুধু তাই নয় বিদেশের মাটিতে অভিষেক টেস্টে এমন রেকড ছুয়ে নিলেন তিনি অনেক তারকা ক্রিকেটারের রেকডকে , । ম্যাচের কঠিন সময় তিনি যেভাবে তাঁর এই ইনিংস খেলেছেন যার ফলে টিম ইন্ডিয়া সুবিধাজনক অবস্থায় পোঁছয় । তাঁর রাজকীয় প্রত্যাবর্তন
বিদেশের মাটিতে গোটা ক্রিকেট কে বিস্মিত করল।
ইংল্যান্ডে রাজকীয় অভিষেক হনুমার
মঙ্গলবার,১১/০৯/২০১৮
706
বাংলা এক্সপ্রেস---