পবনপুত্রের আক্রমনে ইতিমধ্যে জখম কমবেশী ২৫


সোমবার,১০/০৯/২০১৮
467

সুমন করাতি---

হুগলি: একসপ্তাহ হয়ে গেলো হনুমানের আতঙ্ক কাটেনি চুঁচুড়ার চকবাজার সংলগ্ন বিস্তির্ন এলাকায়। পবনপুত্রের আক্রমনে ইতিমধ্যে জখম কমবেশী ২৫। ৮ থেকে ৮০ প্রকান্ড চেহারার লেজকাটা একটি হনুমানের কামড় কিংবা আঁচরে আক্রান্ত সব বয়সি মানুষই। চকবাজার সংলগ্ন সোনাটুলি ১ও২, কাঠঘড়া লেন, বড়ালগলি, কাপাসডাঙ্গার কামারশালা প্রভৃতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দামাল ওই হনুমানটি। চুঁচুড়া বনদপ্তর হনুমানটিকে ধরতে এলাকার কয়েকটি বাড়ির ছাদে খাঁচার ব্যবস্থা করেছিলো। শনিবার তাতে একটি হনুমান ধরা দিলেও সেটি অবশ্য লেজযুক্ত।

তাই সেটিকে তড়িঘড়ি মুক্তি দেওয়া হয়। অবশেষে লেজকাটা সেই হনুমানটিকে ধরতে সল্টলেক থেকে বনদপ্তরের একটি টিম এলো চুঁচুড়ায়। রবিবাসরীয় সকাল থেকেই শুরু হলো হনুমান বন্দি খেলা। বন্দুক সহ হনুমান ধরার যাবতীয় সামগ্রী নিয়ে চারটি গাড়ি চিরুনী তল্লাশি চালালো গোটা এলাকায়। কিন্তু আজ আর হনুমানের দেখা নেই। সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে বনদপ্তরের সাথে চোর পুলিশ খেলায় জয়ী চোরবাবাজি। পথচলতি বহু মানুষের সহাস্য উক্তি হনুমানও নিজের ভালো বোঝে।

https://youtu.be/484l2u8A25c

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট