কলকাতা: রবিবাসরীয় অবসরে রক্তদানে সামিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সাংসদ ইদ্রিশ আলি থেকে শুরু করে বিধায়ক তাপস রায়, কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ একঝাঁক নেতা। এদিন সি আর এভিনিউ এভারগ্রীন স্পোর্টিং ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। ত্রাণ সংগ্রহ করা হয় কেরলে বন্যা দুর্গতদের জন্য। ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ইদ্রিশ আলি বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের পাশে থাকতে হবে সবসময়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রেরণা জোগান সবসময়। তাঁর নির্দেশিত পথে আমরা সংকল্পবদ্ধ মানুষের সেবার কাজে। মন্ত্রী শশী পাঁজা উদ্যোক্তাদের সাধুবাদ জানান এধরনের সেবামূলক কাজে ব্রতী হওয়ার জন্য।
রক্তদান উৎসবে সামিল মন্ত্রী, সাংসদ, তৃণমূল নেতৃত্ব, সংগ্রহ কেরলের জন্য ত্রাণ
রবিবার,০৯/০৯/২০১৮
638
বাংলা এক্সপ্রেস---