ঝাড়গ্রামে পাইথনের আক্রমনে মৃত শেয়াল


শনিবার,০৮/০৯/২০১৮
574

বাংলা এক্সপ্রেস ---

ঝাড়গ্রাম:-

পাইথনের মুখ থেকে কোনও রকমে বেরিয়ে এসেও বাঁচল না শেয়াল। বিশাল আকারের পাইথনটি শেয়ালের শরীরের অর্ধেক অংশ গিলে ফেলেছিল। কিন্তু শেয়ালটিও আপ্রাণ চেষ্টা করে পাইথনের মুখ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

আজ বিকালে জামবনি থানা এলাকার এনাটা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, একদল শিকারি পাথর খাদানের পাশে থাকা ঝোপজঙ্গলে একটি শিয়াল দেখতে পেয়ে তাকে তাড়া করে। শেয়ালটি প্রাণপণ দৌড়তে দৌড়তে পাথর খাদাননের একটি গুহায় ঢুকে পড়ে। সেখানেই ছিল ওই বিশাল আকারের পাইথনটি। শিয়ালটি ভিতরে ঢোকা মাত্রই তাকে গব করে ধরে ফেলে। এই সময় শিকারিদের সঙ্গে থাকা কুকুরগুলি সেখানে পৌঁছলে পাইথনের সঙ্গে কুকুরগুলির লড়াই শুরু হয়। কিন্তু বিশাল আকার পাইথন তার লেজ দিয়ে চাবকে কুকুরগুলিকে তাড়িয়ে দেয় এবং শেয়ালকে গিলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শেয়ালের আকার বড় হওয়ায় গিলতে পারেনি। শেয়ালও জোর ঝাঁকুনি দিতে থাকায় বেসামাল হয়ে পড়ে পাইথনটি। অবশেষে শিয়ালটি বেরিয়ে আসতে সক্ষম হলেও কিছুক্ষণ পরেই শেয়ালটির মৃত্যু হয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে পাইথনটি এবং মৃত শিয়ালকে উদ্ধার করে নিয়ে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট