পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারী থানার আই সি তীর্থেন্দু গাঙ্গুলী সহ ৫ পুলিশকর্মীকে মারধরের অভিযোগে দুজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হল। আজ ধৃতদের মেদিনীপুর জেলা দায়রা আদলতে তোলা হয়।
জানা গেছে, মাস দুয়েক আগে সাসপেন্ড হয় প্রদীপ দাস ও তারক দন্ডপাট নামে দুই সিভিক ভলান্টিয়ার। এর প্রতিবাদে গত ২৫শে জুলাই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার বেনাডিহা এলাকায় পথ অবরোধ করা হয়েছিল গ্রামবাসীদের পক্ষ থেকে। খবর পেয়ে কেশিয়াড়ি থানার আই সি তীর্থেন্দু গাঙ্গুলি পুলিশ নিয়ে ঘটনাস্থানে যান। অভিযোগ, এরপরই পুলিশের উপর চড়াও হন গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোঁড়ে বলে অভিযোগ। ফলে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষিপ্ত জনতাকে ঠেকাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। যদিও গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই প্রথমে তাঁদের উপর লাঠিচার্জ করে। এই হামলায় আই সি তীর্থেন্দু গাঙ্গুলী সহ ৫ জন পুলিশকর্মী ইটের ঘায়ে আহত হন। যদিও এ বিষয়ে মুখ খুলতে চায়নি অভিযুক্ত ওই দুই সিভিক ভলান্টিয়ার।