ফুটবলের সাথে তার নাড়ির টান। শুধু তাই নয় ফুটবলকে ছাড়া তিনি এক মুহুর্ত থাকতে পারেননা। সেই তারকা ফুটবলার হলেন নেইমার।এদিন মার্কিন যুক্তরাষ্ট্র কে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল পেয়েছেন বিখ্যাত এই তারকা ফুটবলার নেইমার।আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা হয়ে দাড়াল ৫৮!ব্রাজিলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।অল্প সময়ে নতুন রের্কড গড়লেন এই ফুটবলার। এই মরসুমে দুরন্ত ফুটবল খেলছেন এই নেইমার।অর্থাৎ বলা যেতে পারে তার মুকুটে নতুন পালক যোগ করল এই পালক। ব্রাজিলের হয়ে তার এই রের্কড মনে রাখবে ফুটবল দুনিয়া!
ব্রাজিলের উজ্জ্বল তারকা নেইমারের দুরন্ত কীর্তি
শনিবার,০৮/০৯/২০১৮
725
বাংলা এক্সপ্রেস---